ট্রাকচাপায় প্রাণ গেল তিন জনের
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
ঘটনাটি ঘটে রবিবার রাত পৌনে ৯টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের গৌরীপুর উপজেলার বেলতলি এলাকায়।
নিহতরা ময়মনসিংহ থেকে ডাক্তার দেখিয়ে সিএনজি যোগে নেত্রকোনা ফিরছিলেন। হতাহত সবাই সিএনজি অটোরিকশার যাত্রী। আহত দু'জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও সংকটাপন্ন বলে জানা গেছে।
গৌরীপুরের শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, রবিবার রাত পৌনে ৯টার দিকে একটি সিএনজিচালিত অটোরিকশা ৪ জন যাত্রী নিয়ে ময়মনসিংহ থেকে নেত্রকোনা ফিরছিল। সিএনজিটি গৌরীপুর উপজেলার বেলতলি বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই সিএনজির তিন যাত্রী নিহত হন। আহত হয় চালকসহ দু'জন।
দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ময়মনসিংহ-নেত্রকোনা সড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে। খবর পেয়ে শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নয়ন দাস জানান, পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি লাশ উদ্ধার করেছেন। দুর্ঘটনার পর পরই চালক ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।
(দ্য রিপোর্ট/আরজেড/২১ ডিসেম্বর, ২০২০)