মুন্সিগঞ্জ প্রতিনিধি: ঘন কুয়াশার কারণে তিন ঘণ্টা বন্ধ থাকার পর বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার সকাল নয়টা থেকে এই রুটে ফেরি চলাচল শুরু হয়।

এর আগে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ভোর ছয়টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ বলেন, কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ ছিল। কুয়াশা কমে গেলে সকাল ৯টার দিকে ফেরি চলাচল শুরু হয়।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্র জানায়, ভোরে কুয়াশার মাত্রা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ছয়টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। কুয়াশা কেটে গেলে সকাল নয়টা থেকে ফেরি চলাচল শুরু করে। কুয়াশায় মাঝ পদ্মায় আটকে থাকা ফেরিগুলোও গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করেছে।

(দ্য রিপোর্ট/আরজেড/২২ ডিসেম্বর, ২০২০)