বেক্সিমকো সিনথেটিকসের লেনদেন বন্ধের মেয়াদ আবার বাড়লো
দ্য রিপোর্ট প্রতিবেদক: ষষ্ঠ বারের মতো বাড়ানো হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো সিনথেটিকস লিমিটেডের শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ। এ দফায় লেনদেন বন্ধের মেয়াদ ১৫ দিনের জন্য বাড়ানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে,এ বছরের৮ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত প্রথম দফায় কোম্পানিটির লেনদেন বন্ধ ছিল।এরপর,২৩ অক্টোবর থেকে ৮ নভেম্বরদ্বিতীয় দফায়,৯ নভেম্বর থেকে ১৯ নভেম্বরতৃতীয় দফায় , গত ২২ নভেম্বর থেকে ৬ ডিসেম্বরচতুর্থ দফায় এবং ৭ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত পঞ্চম দফায় লেনদেন বন্ধ ছিল।
উল্লেখ্য, কোম্পানিটি স্বেচ্ছায় পুঁজিবাজার থেকেতালিকাচ্যুত হতে চায়। এ কারণে যাতে বিনিয়োগকারীরা ক্ষতির মুখে না পড়েন সেজন্য কমিশন কোম্পানিটির লেনদেন স্থগিতের সিদ্ধান্ত নেয়।
দ্য রিপোর্ট/ এএস/ ২২ ডিসেম্বর,২০২০