মুম্বাইয়ের অভিজাত ক্লাব থেকে গ্রেপ্তার রায়না
দ্য রিপোর্ট ডেস্ক: সময়টা ভালো যাচ্ছে না ভারতের সাবেক ক্রিকেটার সুরেশ রায়নার। অবসর নিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে; শুরু হওয়ার আগেই আইপিএল থেকে সরে দাঁড়ালেন। এ বার গ্রেপ্তার হলেন মুম্বাইয়ের অভিজাত ক্লাব ড্রাগন ফ্লাই থেকে।
করোনাবিধি ভাঙার অভিযোগে রায়নাকে গ্রেপ্তার করা হয়। অবশ্য তিনি এখন জামিনে আছেন।
মুম্বাইয় পুলিশ সোমবার রাতে রায়না, মডেল সুজান খান, গায়ক গুরু রান্ধওয়ালাসহ প্রায় ৩৪জনকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয় আইনের ১৮৮, ২৬৯ এবং ৩৪ ধারায়।
নতুন বছরকে কেন্দ্র করে ২২ ডিসেম্বর থেকে শুরু করে ৫ জানুয়ারি পর্যন্ত কিছু বিধি-নিষেধ আরোপ করে। তার মধ্যে অন্যতম ছিল গভীর রাত পর্যন্ত ক্লাব-বার খোলা রাখা যাবে না।
এ ছাড়া গতকাল রাতে কিছু এলাকায় কারফিউ জারি করা হয়। এসব কিছু না মানায় ড্রাগন ফ্লাই ক্লাব থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
(দ্য রিপোর্ট/আরজেড/২২ ডিসেম্বর, ২০২০)