করোনায় আক্রান্ত রাকুল প্রীত সিং
দ্য রিপোর্ট ডেস্ক: করোনায় আক্রান্ত বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিং। মঙ্গলবার (২২ ডিসেম্বর) নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে বিষয়টি জানিয়েছেন তিনি।
রাকুল লিখেন, আমি সবাইকে জানাতে চাই, আমি কোভিড-১৯ পজিটিভ। আমি নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছি। আমি ঠিক আছি, এবং ভালোভাবে বিশ্রাম নিচ্ছি যেন আমি আবার শুটিংয়ে ফিরতে পারি।
এ অভিনেত্রী সংস্পর্শে যারা এসেছেন তাদের করোনা টেস্ট করানো অনুরোধ জানিয়েছেন তিনি। সবাইকে ধন্যবাদ এবং সাবধানে থাকার অনুরোধও করেছেন রাকুল প্রীত।
জানা গেছে, গেল মাসে পরিবারসহ মালদ্বীপ গিয়েছিলেন তিনি। সেখানে থেকে ফিরে ‘মে ডে’ সিনেমার চিত্রায়ণ শুরু করার কথা ছিল। এতে রাকুলের সঙ্গে অভিনয় করবেন অজয় দেবগন, অমিতাভ বচ্চনসহ আরও অনেকে। ১১ ডিসেম্বর থেকে চিত্রায়ণ শুরু হয়েছে। বাকিরা অংশ নিলেও করোনার কারণে আপাতত বন্ধ আছে রাকুলের চিত্রায়ণ।
সিনেমায় কো-পাইলট হিসেবে দেখা যাবে রাকুলকে। আর অজয়কে দেখা যাবে পাইলট চরিত্রে। সবকিছু ঠিকঠাক চললে ২০২২ সালে মুক্তি পাবে সিনেমাটি।
(দ্য রিপোর্ট/আরজেড/২৩ ডিসেম্বর, ২০২০)