দ্য রিপোর্ট ডেস্ক: পারিবারিক সহিংসতা থেকে এক নারীকে বাঁচাতে গিয়ে অজ্ঞাত এক ব্যক্তির গুলিতে ফ্রান্সে তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। ফ্রান্সের লিয়ঁ শহর থেকে প্রায় ১৮০ কিলোমিটার পশ্চিমের একটি গ্রামে এই ঘটনা ঘটে। খবর রয়টার্সের

ঘটনার পর ওই এলাকাতে বিশেষ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ বলছে, এক নারীর বিরুদ্ধে পারিবারিক সহিংসতার ঘটনায় পুলিশের কাছে সহায়তা চেয়ে ফোন করা হয়েছিল। সেই ফোনের ভিত্তিতে পুলিশ সদস্যরা প্রত্যন্ত ওই এলাকাটিতে পৌঁছলে এক ব্যক্তি তাদের ওপর গুলিবর্ষণ করে এবং অভিযোগকারী নারীর বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

বাড়ির ছাদে আশ্রয় নেওয়ায় সহিংসতার শিকার ওই নারীকে নিরাপদে উদ্ধারে সমর্থ হয় পুলিশ সদস্যরা। তবে ব্যক্তিটির এলোপাথাড়ি গুলিতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিন পুলিশ সদস্য।

(দ্য রিপোর্ট/আরজেড/২৩ ডিসেম্বর, ২০২০)