দ্য রিপোর্ট প্রতিবেদক: গত তিনমাসের মধ্যে সর্বোচ্চ লেনদেনে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবারের লেনদেন। এদিন সূচকেরও উত্থান হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। 

ডিএসইতে আজ লেনদেন হয়েছে এক হাজার ২৪৪ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ২৬৯ কোটি ৩৬ লাখ টাকা বেশি এবং গত ৩ মাসের মধ্যে সর্বোচ্চ। গতকাল লেনদেন হয়েছিল ৯৭৫ কোটি ৫১ লাখ টাকার।

বুধবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫১৩৩ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ২৩ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৮৬ ও ১৮৩৬ পয়েন্টে।

ডিএসইতে দিনভর লেনদেনে অংশ নেওয়া মোট ৩৫৪টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৯৪টির, দর কমেছে ১৬৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৯১টি কোম্পানির।

বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৯০ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ৫২ কোটি ৯ লাখ টাকার শেয়ার। এদিন মোট ২৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৬টির, দর কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪টির।

দ্য রিপোর্ট/এএস/২৩ডিসেম্বর,২০২০