সুন্দরবন মার্কেটে উচ্ছেদে বাধা নেই
দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের নকশা বহির্ভূত অবৈধ দোকান উচ্ছেদে আর কোনো বাধা নেই। উচ্ছেদের ওপর হাইকোর্টের তিন মাসের স্থিতাবস্থা আট সপ্তাহের জন্য স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার আদালত।
বুধবার সিটি করপোরেশনের করা আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এই আদেশ দেন।
এর আগে এক রিট আবেদনের শুনানিতে গত ১৭ ডিসেম্বর বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ দোকান উচ্ছেদের ওপর স্থিতাবস্থা দেন।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ফিদা এম কামাল। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও মেজবাহুর রহমান শুভ।
আদেশের বিষয়টি নিশ্চিত করে আইনজীবী মেজবাহুর রহমান শুভ বলেন, ‘গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের দোকান উচ্ছেদের ওপর হাইকোর্টের তিন মাসের জন্য স্থিতাবস্থা আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন। এর ফলে ওই মার্কেটে উচ্ছেদ অভিযান পরিচালনা করতে আর কোনো বাধা রইল না।’
গত ১৭ ডিসেম্বর দুপুর থেকে মূল নকশার বাইরের অবৈধ স্থাপনা অপসারণে উচ্ছেদ অভিযান শুরু করে ডিএসসিসি।
ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিনের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান এবং ইরফান আহমেদ এ অভিযান পরিচালনা করেন।
(দ্য রিপোর্ট/আরজেড/২৪ ডিসেম্বর, ২০২০)