পুঁজিবাজারের স্থিতিশীলতা নিয়ে আর ভয় নেই- বিএসই চেয়ারম্যান
দ্য রিপোর্ট প্রতিবেদক: পুঁজিবাজারের স্থিতিশীলতা নিয়ে আর কোন ভয় নেই বলে মন্তব্য করেছেনে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিএসইসির সম্মেলন কক্ষে বাণিজ্য প্রতিদিনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
এ সময় তিনি বলেন, যত বড় শক্তিই পুঁজিবাজারকে প্রভাবিত করার চেষ্টা করুক না কেন তারা সফল হবে না। তারা বাজার নিয়ে খেলেতে পারবেনা।আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে পুঁজিবাজার টেকসই হবে উল্লেখ করে তিনি বলেন,বর্তমান কমিশন অনেক সক্রিয়।বিনিয়োগকারীদের সুরক্ষায় কমিশন কাজ করছে।আমরা আইপিও দিচ্ছি, আরো আইপিও দেব। ফলে পুঁজিবাজারের গভীরতা বাড়ছে। তবে যদি দেখা যায় এতে বাজার ক্ষতিগ্রস্ত হচ্ছে তাহলে কমিশন তা পরিবর্তন করবে।
সেমিনারে বিএসইসি নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিমমুলপ্রবন্ধ উপস্থাপন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি বিএসইসি কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ ও অধ্যাপক ড. মিজানুর রহমানহিসেবে উপস্থিত ছিলেন ।
আলোচনাপ্যানেলেছিলেন,বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স আ্যাসেসিয়েশনের সভাপতি ছায়েদুর রহমান বিডি ফাইন্যান্সের চেয়ারম্যান মানোয়ার হোসেন, সিএমজেএফ সভাপতি হাসান ইমাম রুবেল ও সেক্রেটারি মনির হোসেন।
দ্য রিপোর্ট/এএস/২৪ ডিসেম্বর,২০২০