দুর্নীতির অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন: সিইসি
দ্য রিপোর্ট প্রতিবেদক: নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে কোনো প্রমাণ ছাড়াই ৪ কোটি ৮ লাখ টাকার দুর্নীতির অভিযোগ করা হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
সিইসি বলেন, ‘এই অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন।’
আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ইসি সচিবালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সিইসি এই দাবি করেন।
সংবাদ সম্মেলনে সিইসি বলেন, ‘ইসির নিয়োগ-প্রক্রিয়া ছিল শতভাগ স্বচ্ছ ও নিরপেক্ষ। এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো দুর্নীতি হয়নি।’
(দ্য রিপোর্ট/আরজেড/২৪ ডিসেম্বর, ২০২০)