দ্য রিপোর্ট ডেস্ক: চাকরি হারালেন প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) কোচ থমাস টুখেল। ঘরের মাঠে বড় জয়ের পরও তাকে বিদায় নিতে হলো। ফ্রেঞ্চ লিগ ওয়ানের চলতি মৌসুমে বাজে শুরুর কারণে বরখাস্ত করা হয়েছে তাকে। তিনি নেইমার-এমবাপ্পেদের কোচ।

বুধবার রাতে তাকে বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন ক্লাবের প্রেসিডেন্ট নাসেল আল খেলাইফি এবং স্পোর্টিং ডিরেক্টর লেওনার্দো। ধারাবাহিকভাবে ভালো খেলতে না পারার কারণেই টুখেলকে বরখাস্ত করা হয়েছে।

পিএসজিতে প্রায় আড়াই বছর কাটানোর পর চাকরিচ্যুত হলেন টুখেল। স্ট্রাসবার্গের বিপক্ষে ৪-০ গোলে জেতার দিনই তাকে বরখাস্ত করেছে পিএসজি। এর কারণ অবশ্য লিগের মাঝামাঝি পর্যায়ে পৌঁছেও শীর্ষস্থানে যেতে না পারা।

২০২০-২১ মৌসুমের ফ্রেঞ্চ লিগে এখনও পর্যন্ত ১৭ ম্যাচ খেলে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে রয়েছে পিএসজি। সমান ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে তাদের ওপরে রয়েছে অলিম্পিক লিও ও লিলে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৫ ডিসেম্বর, ২০২০)