করোনা টিকা নিলেন সৌদি ক্রাউন প্রিন্স
দ্য রিপোর্ট ডেস্ক: করোনাভাইরাস টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। গণটিকা প্রদানের পরিকল্পনা গ্রহণ করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। তারই অংশ হিসেবে এই টিকা পেলেন সৌদি ক্রাউন প্রিন্স। সৌদি প্রেস এজেন্সি এখবর জানিয়েছে।
সৌদির স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ বাসিন্দাদের জন্য টিকা সরবরাহে চেষ্টার জন্য সৌদি ক্রাউন প্রিন্সকে ধন্যবাদ জানান।
আল-রাবিয়া বলেন, মানুষের স্বাস্থ্যের উপর নজর রেখে প্রথমে সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এটি আনা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, গত মঙ্গলবার থেকে সৌদি আরবে কোভিড -১৯ ভ্যাকসিন গ্রহণের জন্য পাঁচ লক্ষাধিক লোক নিবন্ধভুক্ত হয়েছেন।
(দ্য রিপোর্ট/আরজেড/২৬ ডিসেম্বর, ২০২০)