দ্য রিপোর্ট ডেস্ক: বিশ্ববিখ্যাত রাশিয়ান স্পাই, দুর্ধর্ষ কেজিবি এজেন্ট জর্জ ব্লেক আর নেই। শনিবার ৯৮ বছর বয়সী সাবেক এই রাশিয়ান গোয়েন্দা কর্মকর্তা মস্কোয় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বিশ্বব্যপি স্নায়ুযুদ্ধ চলাকালীন তিনি ছিলেন রাশিয়ার পক্ষে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা  এমআই’র  গুপ্তচর। অর্থাৎ তিনি ছিলেন ডাবল এজেন্ট যিনি প্রকৃত পক্ষে সোভিয়েত কেজিবি এজেন্ট হিসেবে ব্রিটিশ এমআই’র তথ্য সোভিয়েতে পাঠাতেন।

নয় বছর ধরে তিনি গোপনে রাশিয়ার কাছে তথ্য পাচার করেছিলেন। ১৯৬০ সালে লন্ডনে তাকে গ্রেফতার করা হয়। এরপর মি. ব্লেককে কারাগারে পাঠানো হয়। কিন্তু ১৯৬৬ সালে নাটকীয়ভাবে কারাগার থেকে পালিয়ে তিনি রাশিয়ায় চলে যেতে সক্ষম হন।পরে রাশিয়াতেই তার বাকি জীবন অতিবাহিত হয়।

সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো ব্রিটিশদের মারত্মতভাবে ক্ষতি করা প্রজন্মের বেঁচে থাকা শেষ সদস্য হিসেবে ব্লেককে পশ্চিমারা আখ্যায়িত করে। অপরদিকে সোভিয়েত থেকেও তাকে কয়েক’শ কেজিবি এজেন্টের সাথে বিশ্বাসঘাতকতার দাবি করা হয়।

জর্জ ব্লেক ১৯২২ সালে নেদারল্যান্ডে জন্মগ্রহণ করেন। তার মা ডাচ এবং পিতা মিশরীয় ইহুদি যিনি ছিলেন একজন ব্রিটিশ চাকুরে। তরুণ ব্লেক গোয়ন্দা সংস্থায় যোগদানের পূর্বে কায়রোতে একটি যুব আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধেও অংশগ্রহন করেছিলেন।

(দ্য রিপোর্ট/আরজেড/২৭ ডিসেম্বর, ২০২০)