ইসরাইলের গোয়েন্দাগিরির বিরুদ্ধে মামলা করবে লেবানন
দিরিপোর্ট২৪ ডেস্ক : লেবানন সীমান্তে গোয়েন্দাগিরির সরঞ্জাম বসানোর দায়ে ইসরাইলের বিরুদ্ধে মামলা করবে লেবানন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আদনান মানসুর এ তথ্য জানান। খবর রেডিও তেহরানের।
ইরানি প্রেসটিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ইসরাইল গোয়েন্দাগিরির মাধ্যমে লেবাননের স্বার্বভৌমত্ব লঙ্ঘনের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’ লেবাননের যোগাযোগ নেটওয়ার্কে ইসরাইল আড়ি পেতেছে বলেও জানান তিনি।
আন্তর্জাতিক নীতিমালা অমান্যের কারণে লেবাননের আইন প্রণেতারা ইসরাইলের বিরুদ্ধে একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান মানসুর।
আদনান মনসুর জানান, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে ইসরাইলের শাস্তি নিশ্চিত করার চেষ্টা করা হবে।
লেবাননের সংসদ স্পিকার নাবি বেরি গতহ বুধবার জানিয়েছেন, দেশটির দক্ষিণ সীমান্তে ইসরাইলি বাহিনী গোয়েন্দাগিরির কেন্দ্র স্থাপন করেছে।
এদিকে লেবাননি সংগঠন হিজবুল্লাহ ইসরাইলের এ পদক্ষেপের নিন্দা জানিয়েছে।
(দিরিপোর্ট২৪/এসকে/এমডি/নভেম্বর ১০, ২০১৩)