সোমবার থেকে আবার চলবে বিমানের মাস্কাটগামী ফ্লাইট
দ্য রিপোর্ট প্রতিবেদক: ওমান সরকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় আগামী মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাত থেকে বাংলাদেশ বিমানের মাস্কাটগামী ফ্লাইটগুলো আবার নিয়মিত চলাচল করবে। আজ রোববার বিমান বাংলাদেশ এয়ারলাইনস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বাতিলকৃত ফ্লাইটগুলোর যাত্রীরা নিকটস্থ বিমান সেলস অফিসে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। ফ্লাইটে আসন খালি থাকা সাপেক্ষে তাদের অগ্রাধিকারভিত্তিতে আসন বরাদ্দ দেয়া হবে বলে জানিয়েছে বিমান।
এর আগে, গত ২১ ডিসেম্বর বিমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে কভিড-১৯ মহামারির কারণে ওমান সরকার নিষেধাজ্ঞা দেয়ায় ২২ ডিসেম্বর থেকে এক সপ্তাহের জন্য মাস্কাটগামী বাংলাদেশ বিমানের সব ফ্লাইট বাতিল করার কথা জানায়।
(দ্য রিপোর্ট/আরজেড/২৭ ডিসেম্বর, ২০২০)