পাকিস্তানে বন্দুকধারীর গুলিতে ৭ সেনা নিহত
দ্য রিপোর্ট ডেস্ক: পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে কমপক্ষে সাত সেনা নিহত হয়েছেন। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের হারনাই জেলায় রোববার (২৭ ডিসেম্বর) এ হামলা চালায় বন্দুকধারীরা। এখনও এ হামলার দায় স্বীকার করেনি কোনও গোষ্ঠী। সূত্র: আল-জাজিরা
দেশটির সিনিয়র পুলিশ কর্মকর্তা শাউলি তারিন নিহতের সংখ্যা আটজন বলে জানিয়েছেন। তিনি জানান, বন্দুকধারীদের সঙ্গে গুলিবিনিময়ে নিহতদের মধ্যে আধাসামরিক বাহিনীর ছয় সদস্য এবং দু'জন বেসরকারি দেহরক্ষী রয়েছেন।
গুলিবর্ষণে আরও ছয় সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।
নিহত সাত সেনা সদস্যরা হলেন- নায়েব সুবতার গুলজার, সিপাই ফয়সাল, সিপাই আবদুল ওয়াকিল, সিপাই শের জামান, সিপাই জামাল, আবুদর রউফ, গাজী খান ও ফারুক মোহাম্মদ।
এদিকে এক টুইট বার্তায় নিহত সদস্যদের প্রতি শোক এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
(দ্য রিপোর্ট/আরজেড/২৮ ডিসেম্বর, ২০২০)