দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশের ইতিহাসে প্রথমবারের মত চালু হতে যাওয়া ইসলামী  শরিয়াহভিত্তিক ‘সুকুক’ বন্ডের প্রথম দফার নিলাম শুরু হয়েছে। সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বন্ডের নিলাম শুরু হয়। চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। আজ প্রথম দফায় চার হাজার কোটি টাকা অভিহিত মূল্যের ‘ইজারা সুকুক’ ইস্যুর নিলাম ডাকা হয়েছে।

 

 

 

জানা যায়, বাংলাদেশ সরকার শরিয়াহভিত্তিক এ সুকুক বন্ডবাজারে ছাড়ছে ।জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সারাদেশে পানি সরবরাহ প্রকল্পের মোট খরচ ধরা হয়েছে আট হাজার ৮৫১ কোটি টাকা। এ টাকার পুরোটা দুই দফায় বিনিয়োগকারীদের কাছ থেকে উত্তোলন করা হবে।সুকুকের টাকায় সারাদেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের অর্থায়ন করা হবে। এ প্রকল্প থেকে পানি কিনবে সরকার। প্রকল্পের লভ্যাংশ থেকে মুনাফা পাবে বিনিয়োগকারীরা। পরে সরকার পুরো প্রকল্পটি অধিগ্রহণ করে বিনিয়োগকারীদের মুলধন ফেরত দিবে।এ প্রকল্পের জন্য ছাড়া বন্ডটির নাম দেওয়া হয়েছে ‘ইজারা সুকুক’।

সুকুক বন্ডেএকজন বিনিয়োগকারী সর্বনিম্ন ১০ হাজার টাকা বিনিয়োগ করতে পারবেন ।দেশি-বিদেশি যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই বন্ডে বিনিয়োগ করতে পারবে।পাঁচ বছর মেয়াদি এ বন্ডেবার্ষিক৪ দশমিক ৬৯ শতাংশ মুনাফাপাওয়া যাবে।

এর আগে, এ বছরের গত ৮ অক্টোবরশরিয়াহভিত্তিক বন্ড নিয়ে নীতিমালা জারি করে অর্থ মন্ত্রণালয়। ‘বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক গাইডলাইন ২০২০’ শীর্ষক ওই নীতিমালা গত ২১ অক্টোবর সার্কুলার আকারে জারি করে কেন্দ্রীয় ব্যাংক। আর গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক ও অর্থ বিভাগের মধ্যে বাজারে ‘সুকুক’ বন্ড ছাড়ার বিষয়ে দ্বিপক্ষীয় চুক্তি হয়।

উল্লেখ্য,সুকুক’ একটি আরবি শব্দ ( সাক শব্দের বহুবচন) যার অর্থ হচ্ছে সিলমোহর লাগিয়ে কাউকে অধিকার ও দায়িত্ব দেওয়ার আইনি দলিল। তবে প্রচলিত বন্ড ও ‘সুকুক’ বন্ডের মধ্যে কিছু পার্থক্য বিদ্যমান। প্রচলিত বন্ড সুদভিত্তিক হওয়ায় তা শরিয়াহসম্মত নয়। আর ‘সুকুক’ হচ্ছে এমন একটি বিনিয়োগ, যাতে সম্পদের ওপর মালিকানা দেওয়ার নিশ্চয়তা থাকে। ফলে এর মুনাফাকে সুদ হিসেবে গন্য করা যায়না।

দ্য রিপোর্ট/এএস/২৮ ডিসেম্বর,২০২০