পুঁজিবাজারে আসতে চায় একমি পেস্টিসাইডস
দ্য রিপোর্ট প্রতিবেদক: পুঁজিবাজারে আসতে চায় একমি পেস্টিসাইডস লিমিটেড। এরই মধ্যে, প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে অর্থ উত্তোলনের জন্য পুঁজিবাজারে তালিকাভূক্ত হতে কোম্পানিটি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আবেদন করেছে।কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, অনুমোদন পেলে পুঁজিবাজার থেকে কোম্পানিটি৩০ কোটি টাকা সংগ্রহ করবে । এজন্য ১০ টাকা অভিহিত মূল্যে ৩ কোটি শেয়ার ইস্যু করবেএকমি পেস্টিসাইডস।
উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি কারখানায় ভবন নির্মাণ,ব্যাংক ঋণ ,ইলেক্ট্রিক ইস্টলেশন, নতুন যন্ত্রপাতি স্থাপন ও আইপিও খরচ খাতে ব্যয় করবে।
কোম্পানিটির অনুমোদিত মূলধন ১৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১০৫ কোটি টাকা
উল্লেখ্য, ৩০ জুন ২০২০ সালের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে কোম্পানির নিট মুনাফা হয়েছে ১৯ কোটি ৪৭ লাখ ২৮ হাজার টাকা।এ সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে (এনএভিপিএস) ১৬ টাকা ৩৬ পয়সা।
দ্য রিপোর্ট/এএস/২৮ডিসেম্বর,২০২০