দ্য রিপোর্ট প্রতিবেদক: বিনিয়োগকারীদের জন্য ৩ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। সোমবার রাতে ডিজিটাল প্লাটফর্মে ডিএসইর ৫৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। সভায়  পর্ষদ ঘোষিত এ  লভ্যাংশের অনুমোদন দেওয়া হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। 

সভায় ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছর পরিচালনা পর্ষদের সুপারিশ কৃত ৩ শতাংশ লভ্যাংশ ঘোষণা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয় এবং পরবর্তী অর্থবছরের জন্য নিরীক্ষক নিয়োগ ও তাদের বেতন-ভাতা নির্ধারণ করা হয়। সভায়সমাপ্ত অর্থবছরের কোম্পানির পরিচালকমন্ডলীর প্রতিবেদন, নিরীক্ষকবৃন্দের প্রতিবেদন, নিরীক্ষিত আর্থিক বিবরনী গ্রহন, বিবেচনা ও সর্বসম্মতিভাবে অনুমোদন হয়।

ডিএসইর চেয়ারম্যান ইউনুসুর রহমানের সভাপতিত্বে সভায়বক্তব্য রাখেন- ডিএসইর নব নির্বাচিত পরিচালক সিদ্দিকুর রহমান এবংপরিচালক রকিবুর রহমান ।ডিএসই টাওয়ার প্রজেক্ট, নতুন প্রোডাক্টসহ শেয়ারহোরল্ডারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক কাজী ছানাউল হক

এছাড়াশেয়ারহোল্ডারদের মধ্যে বক্তব্য রাখেন শ্যামল ইকু্ইটি ম্যানেজমেন্টের এমডি সাজেদুল ইসলাম,ইনভেস্টমেন্ট প্রমোশন সার্ভিসেসের এমডি মোস্তাক আহমেদ সাদেক, শহীদুল্লাহ সিকিউরিটিজের এমডি শরীফ আনোয়ার হোসেন, এন.এল.আই সিকিউরিটিজজের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহেদ ইমরান, মডার্ন সিকিউরিটিজজের এমডি খুজিস্তা নূর-ই-নাহরীন,রশিদ ইনভেস্টমেন্ট সার্ভিসেসের এমডি আহমেদ রশিদ লালী, প্রুডেনশিয়াল সিকিউরিটিজ লিমিটেডের এমডি আহমেদুল হক,গ্রীনল্যান্ড ইকুইটিজের এমডি এম রাজিব আহসান এবং বুলবুল সিকিউরিটিজের এমডি এ এস শাহুদুল হক বুলবুল ৷

দ্য রিপোর্ট/এএস/২৯ ডিসেম্বর,২০২০