যুক্তরাষ্ট্রেও মিললো নতুন বৈশিষ্ট্যের করোনা
দ্য রিপোর্ট ডেস্ক: ব্রিটেনে শনাক্ত হওয়া নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাসের দেখা মিললো যুক্তরাষ্ট্রেও। কলোরাডো অঙ্গরাজ্যে বিশোর্ধ্ব এক তরুণের শরীরে মিলেছে B.1.1.7 ভাইরাসটি। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন রাজ্যের গভর্নর জ্যারেড পোলিস।
ধারণা করা হচ্ছে, কোভিড নাইনটিনের চেয়ে বৈশিষ্ট্যে কিছুটা ভিন্ন ভাইরাসের উপস্থিতি মার্কিন ভূখণ্ডে এটাই প্রথম। নতুন ভাইরাসে আক্রান্ত ওই তরুণকে আইসোলেশনে রাখা হয়েছে। কোনো ধরনের ভ্রমণ ইতিহাস ছাড়াই তার দেহে ভাইরাসটির সংক্রমণে ছড়িয়েছে উদ্বেগ। যেকোনোভাবে তার সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে এবং নিবীড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে সামগ্রিক পরিস্থিতি।
স্থানীয় সময় বুধবার এক বিবৃতিতে কলোরাডোর গভর্নর জারেড পলিস বলেন, ‘করোনার নতুন ধরনে আক্রান্ত ব্যক্তিকে ডেনভারের কাছে এলবার্টে আইসোলেশনে রাখা হয়েছে। এই ঘটনায় জনস্বাস্থ্য বিভাগ তদন্ত করছে। এখন পর্যন্ত ওই বক্তির সংস্পর্শে আসা কারো শরীরে করোনার নতুন ধরনের উপস্থিতির প্রমাণ পাওয়া যায়নি।’
যুক্তরাজ্যে পাওয়া করোনার নতুন ধরন নিয়ে দুশ্চিন্তা শুরু হয়েছে বিশ্বব্যাপী। ইতোমধ্যে অন্যান্য দেশেও পাওয়া গেছে উচ্চ সংক্রমিত এই নতুন ধরন। যুক্তরাজ্যের বাইরে কানাডায় দুই ব্যক্তির শরীরে পাওয়া যায় করোনার নতুন ধরন। ছয় ভারতীয়র শরীরেও করোনার এই নতুন ধরন পাওয়া গেছে বলে মঙ্গলবার দেশটির পক্ষ থেকে জানাননো হয়েছে।
এর আগে শনিবার জাপানে দুই ব্যক্তির শরীরে করোনার নতুন ধরন শনাক্ত হয়েছে বলে জানা যায়। এছাড়া ফ্রান্স ও হংকংয়েও এই নতুন করোনা শনাক্তের খবর পাওয়া যায়।
করোনাভাইরাসের নতুন স্ট্রেইন নিয়ে বেশ চাপে রয়েছে ইউরোপের বিভিন্ন দেশসহ পুরো বিশ্ব। সংক্রমণ ঠেকাতে বিভিন্ন দেশে নতুন করে লকডাউনও ঘোষণা করা হয়েছে।
(দ্য রিপোর্ট/আরজেড/৩০ ডিসেম্বর, ২০২০)