দ্য রিপোর্ট ডেস্ক: সৌদি আরবের কাছে তিন হাজার স্মার্ট বোমা বিক্রির বিষয়টি অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষাবিষয়ক দফতর পেন্টগন। বোয়িং কোম্পানি এসব অস্ত্রের প্রধান ঠিকাদার।

মঙ্গলবার এক বিবৃতিতে পেন্টাগন জানিয়েছে, এ নিয়ে সৌদির সঙ্গে যুক্তরাষ্ট্রের ২৯০ বিলিয়ন ডলারের একটি সমঝোতা চুক্তি হয়েছে। খবর দ্য ডনের।

মধ্যপ্রাচ্যে মার্কিন অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা সৌদি আরব। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের শেষ দিনগুলোতে দেশটির কাছে এসব অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র।

ইয়েমেনে যুদ্ধ বন্ধ করতে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি স্থগিত করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। যুদ্ধের কারণে ইয়েমেনে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে।

অস্ত্র বিক্রির এই প্যাকেজে তিন হাজার জিবিইউ-৩৯ স্মল ডায়ামিটার বোম্ব আই (এসডিবি আই), কনটেইনার, সাপোর্ট ইকুইপমেন্ট, স্পেয়ার্স ও কারিগরি সহযোগিতার বিষয়গুলোও অন্তর্ভুক্ত থাকবে বলে পেন্টাগন জানিয়েছে।

ইয়েমেনে সৌদি আরবের বোমা হামলায় বেসামরিক হতাহাতের সংখ্যা বেশি হওয়ায় মার্কিন কংগ্রেসের অনেক সদস্যই ক্ষুব্ধ। চলতি বছরের প্রথম দিকে রিয়াদের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি আটকে দেয়ার চেষ্টা করেছিল তারা, কিন্তু ওই প্রচেষ্টা ব্যর্থ হয়।

(দ্য রিপোর্ট/আরজেড/৩০ ডিসেম্বর, ২০২০)