দ্য রিপোর্ট প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর নবনিযুক্ত ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (২ জানুয়ারি) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠানে অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ কায়সার আলীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. ওমর ফারুক খান।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ মুনিরুল মওলা বলেন, শরীআভিত্তিক ব্যাংকিংয়ের শ্রেষ্ঠত্বের কারণেই ইসলামী ব্যাংক দ্রুত প্রসার লাভ করেছে। জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য এ ব্যাংকের সেবা উন্মুক্ত। ইসলামী ব্যাংক ইতিমধ্যেই সব শ্রেণিপেশার মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এ ব্যাংক দক্ষিণ এশিয়ার সর্বপ্রথম শরীআভিত্তিক ব্যাংক।

অনুষ্ঠানে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আলী, আবু রেজা মো. ইয়াহিয়া, জে কিউ এম হাবিবুল্লাহ, এফসিএস, তাহের আহমেদ চৌধুরী, হাসনে আলম, মো. সালেহ ইকবাল, এস এম রবিউল হাসান, এএএম হাবিবুর রহমান, মো. সিদ্দিকুর রহমান, মো. মোশাররফ হোসাইন এবং মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকীসহ ব্যাংকের প্রধান কার্যালয়ের সব নির্বাহী, জোন ও শাখাপ্রধানসহ অন্যান্য নির্বাহী-কর্মকর্তারা নেন।

(দ্য রিপোর্ট/আরজেড/০৩ জানুয়ারি, ২০২১)