নতুন ভাবে বাঁচতে চান মিলা
দ্য রিপোর্ট প্রতিবেদক: ‘আমি গানের মানুষ। মানুষ এই মিলাকে গানের জন্যই ভালোবাসে। এ কারণেই আমার দর্শক-শ্রোতাদের প্রতি মিলার একটা মিনিমাম কমিটমেন্ট আছে। ২০২০ সবার জন্যই ছিল একটা অভিশাপের বছর। সেই বছরটিকে বিদায় দিয়ে একেবারেই নতুনভাবে বাঁচতে চাই আমি।’
নতুন বছরে আইসস্যালা শিরোনামের একটি ড্যান্স বিটের গান প্রকাশ করে এভাবে নিজের অনুভূতি জানালেন দেশের জনপ্রিয় পপ গায়িকা মিলা। গানটির সংগীত পরিচালনা মিলা নিজেই করেছেন। রি-অ্যারেঞ্জমেন্ট করেছেন নাভেদ পারভেজ।
দীর্ঘদিন পর আবারো মিলা গানে ফিরলেন। নতুন বছরে নিজেকে নতুন ইশতিহারে সাজাতে চান তিনি। ‘আইসস্যালা’ নামের ড্যান্স বিটের এই গানটি কম্পোজিশন করেছেন মিলা নিজেই। রি-অ্যারেঞ্জমেন্ট করেছেন নাভেদ পারভেজ।
মিলার ‘আইসস্যালা’ গানটি প্রকাশ করেছে তার পুরনো লেবেল কোম্পানি জি-সিরিজ। গানের কথা লিখেছেন সুস্মিতা, উপল, মিলা ও তার টিম। এই শিল্পী নিজের কম্পোজিশনে আরো কিছু গান বেঁধেছেন, যা নিয়মিত বিভিন্ন লেবেল কোম্পানি থেকে প্রকাশ পাবে।
(দ্য রিপোর্ট/আরজেড/০৩ জানুয়ারি, ২০২১)