নারায়ণগঞ্জ প্রতিনিধি: সোনারগাঁওয়ে ত্রিপদী এলাকায় কঙ্কা নামে একটি ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারী কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোনারগাঁও, মেঘনা ও গজারিয়া থেকে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।

আজ রোববার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুপুর ১২টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসার কোনো সংবাদ পাওয়া যায়নি।

শ্রমিকরা জানান, সকালে কাজে যোগদান করার পরপরই আগুন লাগে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে কাজ শুরু করেছি। তবে প্রধান ফটক নির্মাণাধীন থাকায় ভেতরে প্রবেশে আমাদের বেগ পেতে হচ্ছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি বরং বাড়ছে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৩ জানুয়ারি, ২০২১)