৪ ঘন্টায় সূচক বেড়েছে ২ শতাংশ
দ্য রিপোর্ট প্রতিবেদক: শেয়ারবাজার শেষ কবে এমন ধারাবাহিক উত্থান দেখেছে সেটা চোখ বন্ধ করে বলে দেওয়ার উপার নেই। বলতে গেলে পরিসংখ্যান ঘাটতেই হবে। সূচকের টানা উত্থান, লেনদেনে রমরমা অবস্থা ,ইতিহাসের সবচেয়ে বেশি মূলধন - ‘সবকিছুই বলে দিচ্ছে শুভ দিন এসে গেছে’। নতুন বছরে শেয়ারবাজারে যেন নতুন জোয়ার এসেছে।
মঙ্গলবার দুপুর একটা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে ( ডিএসই) ৪ ঘন্টার ব্যবধানে মূল মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ১২০ পয়েন্ট বা প্রায় ২ শতাংশ। আলোচ্য সময়ে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৭৬৩ পয়েন্টে। এদিন ডিএসইর অন্য দুই সূচক ডিএসই শরীয়াহ এবং ডিএস-৩০ যথাক্রমে ৭ ও ৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে যথাক্রমে ১২০৫ এবং ২১২৩ পয়েন্টে।
আলোচ্য সময়ে লেনদেন হয়ে ১ হাজার ৭০০ কোটি ৮৫ লক্ষ টাকার শেয়ার ও ইউনিট। লেনদেনে অংশ নেওয়া ৩১৯টি কোম্পানির মধ্যেদর বেড়েছে ১৫৪ টির ,কমেছে ১৫৮ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৭টির ।
দ্য রিপোর্ট/এএস/৫জানুয়ারী,২০২১