চট্টগ্রামে ধর্ষকের যাবজ্জীবন
চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রেজাউল করিম বুধবার এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, নগরীর চান্দগাঁও থানার মধ্যম মোহরা ইসলাম কলোনির সামনে সপরিবারে ভাড়া থাকতেন ওই প্রতিবন্ধী তরুণী (২৫)। ২০০৮ সালের ১৭ আগস্ট সকাল ১১টায় পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন প্রতিবেশী লিংকন দাশ।
এ ঘটনায় ২০০৮ সালের ২৮ আগস্ট তরুণীর বাবা বাদী হয়ে চান্দগাঁও থানায় মামলা দায়ের করেন। এ মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।
ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট চন্দন তালুকদার জানান, আসামি লিংকন দাশের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের-৯ এর ১ ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। আসামি লিংকন কারাগারে রয়েছেন বলেও জানান তিনি।
(দ্য রিপোর্ট/কেএইচ/এনডিএস/এএইচ/মার্চ ১৯, ২০১৪)