ডমিনেজের শেয়ারের দর পতনের কারণ খুঁজতে তদন্ত কমিটি
দ্য রিপোর্ট প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্তির পর ১০ টাকা অভিহিত মূল্যে বাজারে আসা ডমিনেজ স্টিলের শেয়ারের দাম একসময় ৪৩ টাকায় গিয়ে পৌছে । কিন্তু বাজারের এই রমরমা অবস্থায় মধ্যেও কোম্পানিটির শেয়ারের মূল্য কমে ৩৩ টাকায় নেমেছে। শুরুতে শেয়ারের এমন দর বৃদ্ধি এবং পরবর্তীতে এমন দর পতনের পেছনে কোনো কারণ আছে কি-না তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুধবার দুই সদস্য বিশিষ্ট এই তদন্ত কমিটি গঠন করা হয়।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।তদন্ত কমিটির সদস্যরা হচ্ছেন-বিএসইসির উপ-পরিচালক সাইফুল ইসলাম ও সহকারী পরিচালক বনি আমিন।আগামী ৩০ কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্তের প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এর আগে, ৩০ কোটি টাকার উত্তোলনের লক্ষ্যে কোম্পানিটি বিনিয়োগকারীদের কাছ থেকে আবেদন আহ্বান করে। যোগ্য বিনিয়িাগকারীরা আবেদনে ব্যপক সাড়া দিলে প্রত্যাশার চেয়ে ২০গুন বেশি আবেদন জমা পড়ে। গত ১৯ অক্টোবর থেকে আবেদন শুরু হয়ে চলে ২৫ অক্টোবর পর্যন্ত। এই সময়ে কোম্পানিটির ৩০ কোটি টাকার শেয়ারের বিপরীতে ৫৮০ কোটি টাকার বেশি আবেদন জমা পড়ে।
এর ফলে লটারির মাধ্যমে কোম্পানির শেয়ার বরাদ্দ দেওয়া হয় ।
উল্লেখ্য, ২০১৮-১৯ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৮৩ টাকা। শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) রয়েছে ১৯.৮১ টাকা।
উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে রয়েছে শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট।
দ্য রিপোর্ট/এএস/৭জানুয়ারি,২০২১