দ্য রিপোর্ট ডেস্ক: মার্কিন কংগ্রেস ভবনে ট্রাম্প সমর্থকদের হামলার ঘটনায় আহত ক্যাপিটল হিলের এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৫ জনে।

পার্লামেন্ট ভবনে সমর্থকদের নজিরবিহীন এ হামলার ঘটনায় মেয়াদ শেষের আগেই ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে সরাতে ভাইস প্রেসিডেন্ট পেন্সের প্রতি আহ্বান জানিয়েছেন আইনপ্রণেতারা। এদিকে নতুন এক ভিডিও বার্তায় ক্যাপিটল হিলের হামলাকে জঘন্য বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন কংগ্রেস ভবনে ট্রাম্প সমর্থকদের নজিরবিহীন হামলার জেরে ক্রমেই বাড়ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মেয়াদ শেষের আগেই ক্ষমতাচ্যুত করার দাবি।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ শেষ হতে বাকি মাত্র ১২ দিন। কিন্তু কংগ্রেসে হামলার পর ডেমোক্র্যাটরা এখন সময় শেষের আগেই তার ক্ষমতা কেড়ে নিতে চাইছেন। তাদের অভিযোগ ক্যাপিটলে হামলা ট্রাম্পই উসকে দিয়েছেন।

কেবল ডেমোক্র্যাটরাই নয়, খোদ ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যরাই তাকে সরাতে ২৫তম সংশোধনী নিয়ে আলোচনা চালাচ্ছে বলে জানানো হয়েছে সিবিএস নিউজ এবং সিএনএনে।

এদিকে ক্ষমতা থেকে উৎখাতের দাবি জোরালো হওয়ার পর, ট্রাম্প নতুন এক ভিডিও বার্তা প্রকাশ করেছেন। সেখানে এ হামলাকে জঘন্য হিসেবে মন্তব্য করে নিয়ম অনুসারে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দেন তিনি। এমনকি যারা আইন ভঙ্গ করেছে তাদের চড়া মূল্য দিতে হবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।

অন্যদিকে, কোনো মার্কিন প্রেসিডেন্টই আইনের ঊর্ধ্বে নয় বলে মন্তব্য করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।

বুধবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ৩রা নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয়ের স্বীকৃতির প্রক্রিয়া চলার সময় ক্যাপিটল ভবনে ঢুকে ব্যাপক তাণ্ডব চালায় ট্রাম্প সমর্থকরা। এতে স্তম্ভিত হয়েছে গোটা বিশ্ব।

(দ্য রিপোর্ট/আরজেড/০৮ জানুয়ারি, ২০২১)