দ্য রিপোর্ট প্রতিবেদক: আসন্ন সিরিজকে সামনে রেখে টেস্ট এবং ওয়ানডে মিলিয়ে মোট ৩০ জন ক্রিকেটারের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। গতকাল এদের সবার করোনা টেস্টের জন্য নমুনা নেওয়া হয়। আজই মিলেছে ফলাফল। আপাতত করোনামুক্ত সবাই। দ্বিতীয় দফায় নমুনা সংগ্রহ করা হবে আগামীকাল।

চলতি মাসের ২০ জানুয়ারি প্রথম ওয়ানডে ম্যাচের মাধ্যমে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর উইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা। সিরিজ জয়ের নেশায় মগ্ন রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা। তাই দ্রুতই অনুশীলন করা প্রয়োজন। আর অনুশীলনের আগে করোনা টেস্টের জন্য খেলার সঙ্গে সংশ্লিষ্ট প্রায় দুইশ জনের নমুনা নেওয়া হয়।

বিসিবি প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘দুইদিনে সবমিলিয়ে প্রায় দুইশ জনের করোনা পরীক্ষার নমুনা নেয়া হয়েছিল। ভালো খবর হলো, সবার নমুনার ফলই এসেছে নেগেটিভ। অর্থাৎ আসন্ন সিরিজ সংশ্লিষ্ট কেউই করোনা আক্রান্ত নয়।’

তিনি আরো জানান, ‘প্রথম দফায় নেগেটিভ আসা মানেই পুরোপুরি স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ নেই। শতভাগ নিশ্চিত হতে শনিবার আবার নেয়া হবে সবার নমুনা। সেখানে যাদের টেস্টের ফল নেগেটিভ আসবে, তারাই প্রবেশ করবেন জৈব সুরক্ষা বলয়ে। তার আগে আজ সব ক্রিকেটারদের নিজ নিজ বাসস্থানে সেলফ আইসোলেশনে থাকতে বলা হয়েছে।’

(দ্য রিপোর্ট/আরজেড/০৮ জানুয়ারি, ২০২১)