ফেব্রুয়ারিতে হচ্ছে না ‘অমর একুশে গ্রন্থমেলা’
দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনা পরিস্থিতির কারণে আগামী ১ ফেব্রুয়ারি শুরু হচ্ছে না অমর একুশে গ্রন্থমেলা। আগামী ১ থেকে ৩১ মার্চ পর্যন্ত বইমেলা করার প্রস্তাব সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে পাঠিয়েছে বাংলা একাডেমি ও প্রকাশকরা।
বইমেলার বিষয়ে সম্প্রতি বৈঠক করে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি এবং বাংলা একাডেমি। পরে মার্চে বইমেলা আয়োজনের প্রস্তাব সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়। মন্ত্রণালয় অনুমতি দিলে মার্চ মাসে হবে বইমেলা।
এ বিষয়ে বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী বলেন, ‘মেলা ১ ফেব্রুয়ারি উদ্বোধন হচ্ছে না। পরিস্থিতি অনুকূল হলে আমরা সময় এবং তারিখ জানাবো।’
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির রাজধানী কমিটির সভাপতি এবং অন্যপ্রকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, ‘বাংলা একাডেমি এবং আমরা একসঙ্গে বসেছি। আগামী মার্চ মাসের ১ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত যেন গ্রন্থমেলার আয়োজন করা হয়, এ প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ওখান থেকে অনুমোদন দিলে আমরা স্টল সাজানো শুরু করব।’
(দ্য রিপোর্ট/আরজেড/১০ জানুয়ারি, ২০২১)