দ্য রিপোর্ট ডেস্ক: আবারও বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। আজ মঙ্গলবার (১২ জানুয়ারি) পৌনে ১টার দিকে বিষয়টি ফেসবুক পেজে জানালেন হাবিব নিজেই।

ত্রীর নাম আফসানা চৌধুরী সিফা। এটি হাবিবের তৃতীয় বিয়ে।

হাবিব তার ফেসবকু পোস্টে লেখেন, আমার ব্যক্তিগত জীবনের উন্নতি হয়েছে। সম্প্রতি আমি বিয়ে করেছি। আমরা সবাই জানি যে, বিশ্বব্যাপী এখন ভয়াবহ করোনা দুর্যোগ চলছে। খুব বাজে সময় যাচ্ছে। যে কারণে, কোনো আয়োজন ছাড়াই বিয়েটা হয়েছে। আল্লাহ মঙ্গল করুন।

(দ্য রিপোর্ট/আরজেড/১২ জানুয়ারি, ২০২১)