দ্য রিপোর্ট প্রতিবেদক: বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ সংগ্রহের  অনুমোদন পেল পুঁজিবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড। বন্ড ইস্যুর  মাধ্যমে প্রতিষ্ঠানটি বাজার থেকে ৫শ কোটি টাকা সংগ্রহ করবে। 

বুধবার (১৩ জানুয়ারি) অনুষ্ঠিত বিএসইসির ৭৫৭তম কমিশন সভায় এই অনুমোদন দেয়পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড কোম্পানির বিভিন্নরতম আর্থিক চাহিদা পূরণ করবে।

বিএসইসি সূত্রে জানা যায়, এটি একটি ৪ বছর মেয়াদি বন্ড। এটি কোনো জামানত থাকবে না এবং শেয়ারে রূপান্তরযোগ্য নয়। মেয়াদ শেষে বন্ডটির সম্পূর্ণ অবসায়ন ঘটবে। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ধরা হয়েছে ৫০ লাখ টাকা।

দ্য রিপোর্ট/এএস/১৩ জানুয়ারি,২০২১