১০ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু
দ্য রিপোর্ট প্রতিবেদক: ঘন কুয়াশার কারণে টানা ১০ ঘণ্টা বন্ধ থাকার পর সোমবার (১৮ জানুয়ারি) সকাল ১০টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকায় ৫ শতাধিক বিভিন্ন ধরনের যানবাহন আটকে রয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার (ভারপ্রাপ্ত) জিল্লুর রহমান জানান, সোমবার সকাল ১০টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে ঘন কুয়াশার কারণে রবিবার রাত ১২টা থেকে নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
ফেরি ঘাটে যানবাহনের লাইনফেরি ঘাটে যানবাহনের লাইন
সোমবার সকাল ১০টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল শুরু করা হয়। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটের উভয় ফেরিঘাটে ৫ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।
(দ্য রিপোর্ট/আরজেড/১৮ জানুয়ারি, ২০২১)