দ্য রিপোর্ট প্রতিবেদক: 'পোড়ামন’ খ্যাত জুটি সাইমন সাদিক ও মাহিয়া মাহিকে নিয়ে ৩ সিনেমা নির্মাণ করতে যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। ছবিগুলো হলো- গ্যাংস্টার, লাইভ, নরসুন্দরী। যার মধ্যে ‘গ্যাংস্টার’ পরিচালনা করবেন শাহীন সুমন। এবং বাকি দুটি পরিচালনা করবেন শামীম আহমেদ রনি।

বিষয়টি নিশ্চিত করে সাইমন সাদিক বলেন,'দেশীয় বড় প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার চেয়ারম্যান সেলিম খান সাহেব আমাকে সন্তানের মতো আদর করেন।

আজ একসঙ্গে তার প্রডাকশন হাউজের ৩ টা সিনেমায় চুক্তিবদ্ধ হলাম। সবগুলো সিনেমাতেই নায়িকা হিসেবে আছেন মাহিয়া মাহি। আশা করি ভালো কিছু হবে।'

উল্লেখ্য, সাইমন-মাহি জুটি বেঁধে প্রথমবার অভিনয় করেন ‘পোড়ামন’ ছবিতে। এই ছবির মাধ্যমে দর্শক মহলে প্রশংসিত হয় এ জুটি। এরপর দীর্ঘ বিরতি ভেঙে জান্নাত ছবির মাধ্যমে বড় পর্দায় ফেরেন সাইমন মাহি।

এছাড়া সাইমন-মাহি জুটি বেঁধে মুক্তি প্রতীক্ষিত আমার মা আমার বেহেস্ত, আনন্দ অশ্রু ছবিতে অভিনয় করেছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/১৮ জানুয়ারি, ২০২১)