৯ ঘণ্টা পর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চালু
মুন্সিগঞ্জ প্রতিনিধি: ঘন কুয়াশায় পদ্মা নদীর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর মঙ্গলবার সকাল ৯টায় ফেরি চলাচল শুরু হয়েছে। নৌরুটে বর্তমানে ১৭টি ফেরি চলাচল করছে।
ফেরি চলাচল শুরু হওয়ায় যাত্রী ও যানবাহন পারাপার স্বাভাবিক হয়েছে। বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) বিষয়টি সাফায়েত আহমেদ নিশ্চিত করেছেন।
তিনি জানান, কুয়াশা কেটে যাওয়ায় রাতে যানবাহন লোড করে রাখা ফেরিগুলো সকাল ৯টার দিকে ছেড়ে গেছে। মাঝনদীতে আটকা পরা ফেরিগুলোও নিজ নিজ গন্তব্যে রওনা হয়েছে। এখন ফেরি চলাচল স্বাভাবিক।
এর আগে নদীতে হঠাৎ সোমবার রাত ১২টার দিকে কুয়াশা পড়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এসময় পারাপাররত ৭টি ফেরি মাঝ পদ্মায় আটকা পরে। আর ঘাট এলাকায় আটকা পরে কয়েক শতাধিক পণ্য ও যাত্রীবাহী যানবাহন।
(দ্য রিপোর্ট/আরজেড/১৯ জানুয়ারি, ২০২১)