রাত পোহালেই বিয়ে বরুণ-নাতাশার
দ্য রিপোর্ট ডেস্ক: আর মাত্র একটি রাতের অপেক্ষা। আগামীকাল রবিবার চার হাত এক হচ্ছে বলিউডের অন্যতম লাভ বার্ডস বরুণ ধাওয়ান ও নাতাশা দালালের। বিয়ের আসর বসছে আলিবাগের একটি বিলাসবহুল রিসোর্টে।
এ লক্ষ্যে শুক্রবারই মুম্বাই থেকে আলিবাগের উদ্দেশে রওনা দেন গোটা ধাওয়ান পরিবার। এদিন দুপুরের মধ্যে আলিবাগে পৌঁছে যান তারা। তবে বরুণ যান একা নিজের গাড়িতে চড়ে।
একই দিনে আলিবাগে পৌঁছান নাতাশা দালাল, তার বাবা রাজেশ দালাল ও মা গৌরী দালাল। বরুণের মা লালি ধাওয়ান যান তার বাবা ডেভিড ধাওয়ানের সঙ্গে। এছাড়া গেছেন অভিনেতার দাদা রোহিত ধাওয়ান, বৌদি জাহ্নবী এবং তুতো বোন অঞ্জলি।
করোনার কারণে হাই প্রোফাইল এ বিয়ের অতিথি তালিকায় কিছুটা কাটছাট হলেও জাঁকজমকে কোনো ভাটা পড়ছে না। যদিও বিয়ের আসরে কোনো ক্যামেরা প্রবেশ করবে না বলে স্পষ্ট জানিয়ে দেয়া হয়েছে।
প্রসঙ্গত, নাতাশা হচ্ছেন বরুণের ছোটবেলার বান্ধবী। পেশায় তিনি একজন ফ্যাশন ডিজাইনার। তাদের প্রেম বহুদিনের। সেই প্রেমে অবশেষে পূর্ণতা পেতে চলেছে রবিবার। অপেক্ষায় গোটা বলিউড।
(দ্য রিপোর্ট/আরজেড/২৩ জানুয়ারি, ২০২১)