দ্য রিপোর্ট প্রতিবেদক: গতরাত থেকে কয়েক দফায় বন্ধ হওয়ার পর পুনরায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার (২৫ জানুয়ারি) সকাল পৌনে ৭টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাট পয়েন্টের বাণিজ্য বিভাগের সহকারী ব্যাবস্থাপক মহিউদ্দিন রাসেল বলেন, ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। রাত পৌনে ১১টার দিকে প্রথম ফেরি চলাচল বন্ধ হয় এবং ঘন্টা খানেক বন্ধ থাকার পর পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। এভাবে রাতে দুই থেকে তিন বার ফেরি চলাচল বন্ধ ও শুরু হয়।

সকাল সাড়ে ৬টা থেকে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। তবে নদীতে এখনো কুয়াশা আছে বলেও জানান তিনি।

(দ্য রিপোর্ট/আরজেড/২৫ জানুয়ারি, ২০২১)