রোহিঙ্গা ক্যাম্পে দু'পক্ষের গোলাগুলিতে নিহত ১
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে দু'পক্ষের গোলাগুলিতে একজনের মৃত্যু হয়েছে। তার নাম মোহাম্মদ জাবেদ (২০)।
নিহত রোহিঙ্গা পালংখালীস্থ তানজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্প ডি/৪ ব্লকের মোহাম্মদ ইসলামের ছেলে।
সোমবার দিবাগত রাত ১টার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের তানজিমারখোলা ডি/৮ ব্লকে এ ঘটনা ঘটে।
কক্সবাজার ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক মঙ্গলবার দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও এপিবিএন সূত্র জানায়, রাতে রোহিঙ্গা ক্যাম্পে মোজাম্মেল ওরফে শেখ ও মৌলভি ইউনুসের নেতৃত্বে ১০ থেকে ১২ জন অস্ত্রধারী ডি/৮ ব্লকের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। ঘোনারপাড়ার ক্যাম্পের নুরুল হাকিম ওরফে মনুইয়ার নেতৃত্বে সাত থেকে আটজন এ সময় তাদের পথরোধ করেন। রাতের বেলায় শেখের পক্ষের লোকজনকে ঘোরাঘুরি করতে নিষেধ করেন তারা।
এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। ওই সময় উভয় পক্ষের গোলাগুলিতে ডি/৪ ব্লকের বাসিন্দা মোহাম্মদ জাবেদ গুলিবিদ্ধ হন।
তাকে উদ্ধার করে রোহিঙ্গা স্বাস্থ্যসেবা কেন্দ্র নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রোহিঙ্গা নাগরিকের লাশটি উদ্ধার করে শিবিরের ইনচার্জ (সিআইসি) কার্যালয়ে রাখা হয়েছে।
লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর কাজ চলছে বলে জানিয়েছেন এপিবিএন অধিনায়ক তারিকুল ইসলাম তারিক।
(দ্য রিপোর্ট/আরজেড/২৬ জানুয়ারি, ২০২১)