যে তারকারা পাচ্ছেন ট্যাক্স কার্ড
দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশের সেরা করদাতাদের উৎসাহিত করতে ১৪১ জনকে ট্যাক্স কার্ড দিতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ তালিকায় রয়েছেন শোবিজে অঙ্গনের ৬ জন তারকা শিল্পী। গত ২০ জানুয়ারি এই সংক্রান্ত গেজেট প্রস্তুত করে এনবিআর। আর মঙ্গলবার (২৬ জানুয়ারি) এটি প্রকাশিত হয়েছে।
গেজেটে জানানো হয়েছে, ২০১৯-২০২০ কর বছরে সেরা করদাতা হিসেবে অভিনেতা-অভিনেত্রী বিভাগে ট্যাক্স কার্ড পাচ্ছেন—শাকিব খান রানা, বিদ্যা সিনহা মিম ও রাইসুল ইসলাম আসাদ। গায়ক-গায়িকা বিভাগে পাচ্ছেন তাহসান রহমান খান, মমতাজ বেগম ও শাহীন সামাদ।
জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা, ২০১০ (সংশোধিত) অনুযায়ী ২০১৯-২০ কর বছরে ব্যক্তি, কোম্পানি এবং অন্যান্য (তিন) বিভাগে ১৪১টি ট্যাক্স কার্ড দেওয়ার জন্য ব্যক্তি, কোম্পানি ও অন্যান্য পর্যায়ের সেরা করদাতার নাম প্রকাশ করা হয়েছে।
(দ্য রিপোর্ট/আরজেড/২৭ জানুয়ারি, ২০২১)