দ্য রিপোর্ট প্রতিবেদক: মানবপাচারের দায়ে কুয়েতে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুলের ৪ বছরের কারাদণ্ড। বৃহস্পতিবার দেশটির আদালত এ রায় দেন। কুয়েত কর্তৃপক্ষ এরই মধ্যে ওই দেশটিতে পাপুলের ব্যাংক হিসাব জব্দ করেছে। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশনও (দুদক) তাঁর বিরুদ্ধে বিদেশে অর্থপাচারের অভিযোগ এনেছে।

গত বছরের ৬ই জুন রাতে পাপুলকে তার কুয়েতের বাসা থেকে গ্রেপ্তার করে দেশটির আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর থেকে ওই দেশের কারাগারেই আছেন পাপুল। পাপুলের বিরুদ্ধে মানব ও অর্থপাচার, ঘুষ লেনদেন ও শ্রমিক শোষণের অভিযোগ আনা হয়েছে।

পাপুলের সঙ্গে সম্পৃক্ততা ও সহযোগিতার অভিযোগে কুয়েতের দুই পার্লামেন্ট সদস্য সাদাউন হামাদ ও সালাহ খুরশিদ, জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা মেজর জেনারেল শেখ মাজন আল-জারাহসহ মোট ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। পরে চারজনকে অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৮ জানুয়ারি, ২০২১)