দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় ৭.৫ ডিগ্রি
দ্য রিপোর্ট প্রতিবেদক: নওগাঁর বদলগাছী আবহাওয়া অফিস সোমবার (১ ফেব্রুয়ারি) সকালে নওগাঁয় তাপমাত্রা রেকর্ড করেছে ৭.৫ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সকাল থেকে হঠাৎ ঘনকুয়াশায় ঢাকা রয়েছে নওগাঁ ও এর আশপাশের অঞ্চল।
দিনের বেলায়ও আলো জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। দিনে কিছুটা সময় নিরুত্তাপ সূর্যের দেখা মিললেও অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে বেড়ে যাচ্ছে শীতের তীব্রতা।
এতে হঠাৎ জেঁকে বসা কনকনে শীতে নাকাল হয়ে পড়েছে খেটে খাওয়া দিনমজুররা। শীতের তীব্রতার সঙ্গে বয়ে যাওয়া হিমেল হাওয়ার কারণে ঘর থেকে বের হতে পারছে না মানুষ। প্রচণ্ড শীত আর ঘন কুয়াশায় জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে।
(দ্য রিপোর্ট/আরজেড/১ ফেব্রুয়ারি, ২০২১)