দ্য রিপোর্ট প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আইন অনুযায়ী  মার্কেট মেকার হওয়ার জন্য স্টক এক্সচেঞ্জের অনুমোদন পাওয়ার পর  বিএসইসির কাছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে  আবেদন করার বাধ্যবাধকতা রয়েছে। পাশাপাশি  লাইসেন্সের জন্য আবেদন করতে হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিশোধিত মূলধন কমপক্ষে ১০ কোটি টাকা থাকতে হয়। কিন্ত এসব বিধান না মেনেই চারটি প্রতিষ্ঠান মার্কেট মেকার হওয়ার আবেদন করলে  বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তাদের আবেদন বাতিল করে দিয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠান চারটি হলো- ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি), কবির সিকিউরিটজ, ঢাকা ব্যাংক সিকিউরিটিজ ও বি রিচ।

এদের মধ্যে,আইসিবি ও ঢাকা ব্যাংক সিকিউরিটিজ স্টক এক্সচেঞ্জের অনুমোদন ছাড়াই বিএসইসির কাছে আবেদন জমা দেয়। অন্য দুই আবেদনকারী প্রতিষ্ঠান কবির সিকিউরিটজ ও বি রিচ তাদের পরিশোধিত মূলধন কমপক্ষে ১০ কোটি টাকা না বিধি না মেনেই কমিশনের কাছে আবেদন করে।বি রিচ ৯ কোটি ৩৭ লাখ টাকা এবংকবির সিকিউরিটিজ ২ কোটি ৭৬ লাখ টাকার পরিশোধিত মূলধন দেখিয়ে কমিশনে আবেদন করে।

পরবর্তীতে,প্রতিষ্ঠান চারটিকে শর্ত পূরণ করার জন্য পরামর্শ দিয়ে চিঠি পাঠিয়েছে বিএসইসি।

দ্য রিপোর্ট/এএস/১ ফেব্রুয়ারি,২০২১