জরুরি অবস্থা শেষ হলে নতুন নির্বাচন বলছে মিয়ানমার সেনাবাহিনী
দ্য রিপোর্ট ডেস্ক: জরুরি অবস্থা শেষ হলে দেশটিতে নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বিজয়ী দলের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। সেনা অভ্যুত্থানের কয়েক ঘণ্টা পর এমন তথ্য জানানো হলো মিয়ানমারের সামরিক বাহিনীর পক্ষ থেকে।
সামরিক বাহিনীর ফেসবুক পেইজে দেয়া এক বিবৃতিতে বলা হয়, “আমরা প্রকৃত বহু-দলীয় গণতন্ত্র চর্চা করবো... যেখানে পূর্ণ ভারসাম্য এবং নিরপেক্ষতা নিশ্চিত করা হবে।”
বিবৃতিতে আরও বলা হয়, “অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পর এবং জরুরি অবস্থা শেষ হয়ে যাওয়ার পর” ক্ষমতা হস্তান্তর করা হবে।
(দ্য রিপোর্ট/আরজেড/১ ফেব্রুয়ারি, ২০২১)