দ্য রিপোর্ট প্রতিবেদক:মার্জিন ঋণের সুদের হার কমিয়ে ১২ শতাংশ নির্ধারণ করেছে সন্ধানী লাইফ ফাইন্যান্স লিমিটেড।সন্ধানী লাইফ ফাইন্যান্স  সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের সহযোগী প্রতিষ্ঠান ।

গত ১৩ জানুয়ারি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) মার্জিন ঋণের সর্বোচ্চ সুদ হবে ১২% নির্ধারণ করে দেয়। ১ ফেব্রুয়ারি থেকে এটি কার্যকরের নির্দেশ দেয় কমিশন। পরে ব্রোকার-মার্চেন্ট ব্যাংকারদের অনুরোধ বিবেচনায় সুদ হার সংক্রান্ত ওই নির্দেশনা বাস্তবায়নের সময়সীমা পাঁচ মাস পিছিয়ে ১ জুলাই নির্ধারণ করা হয়। এই সিদ্ধান্ত কার্যকরের সময়সীমা পেছালেও সন্ধানী লাইফ ফাইন্যান্স ১ ফেব্রুয়ারি থেকেই এটি কার্যকর করেছে।