পুতিনবিরোধী নাভালনির সাড়ে ৩ বছরের কারাদণ্ড
দ্য রিপোর্ট ডেস্ক: রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনিকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।
আজ মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) রাশিয়ার মস্কো কোর্ট নাভালনিকে এ সাজা দেন।
স্থগিত এক দণ্ডের নির্দেশনা অমান্য করার অপরাধে তাকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়।
এর আগে নাভালনিকে এক বছর গৃহবন্দি করে রেখেছিল রাশিয়া কর্তৃপক্ষ। সেই সময়টি এই সাজার মধ্যে থেকে বাদ দেওয়া হবে বলে জানানো হয়েছে।
এদিকে নাভালনির গ্রেফতারের পর থেকেই কনকনে শীত উপেক্ষা করে রাজপথে বিক্ষোভে নেমেছেন তার সমর্থকরা। নাভালনির মুক্তি ও প্রেসিডেন্ট পুতিনকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর দাবিতে রাজধানী মস্কোসহ বিভিন্ন শহরে চলছে বিক্ষোভ।
(দ্য রিপোর্ট/আরজেড/০৩ ফেব্রুয়ারি, ২০২১)