এবার সু চির প্রধান সহযোগী গ্রেফতার
দ্য রিপোর্ট ডেস্ক: অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) জ্যেষ্ঠ নেতা উইন টাইনকে গ্রেফতার করেছে মিয়ানমারের সেনাবাহিনী। শুক্রবার ভোরের আগে আগে উইন টাইনকে ইয়াঙ্গুনে তার মেয়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
শুক্রবার ভোরের আগে আগে টেলিফোনে বিবিসির সঙ্গে কথোপকথনে উইন টাইন জানান, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাকে রাজধানী নেপিদোতে নিয়ে যাচ্ছে।
রাষ্ট্রদ্রোহ আইনে আটক করার কথা বললেও ঠিক কী অভিযোগ, তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি তিনি।
মিয়ানমারে রাষ্ট্রদ্রোহ মামলায় দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
এনএলডির ৭৯ বছর বয়সী এ নেতা সু চির খুবই ঘনিষ্ঠ সহকর্মী হিসেবে পরিচিত। মিয়ানমারে এ দফার অভ্যুত্থানের পর সেনাবাহিনী ও এর প্রধান মিন অং হ্লাইংয়ের সমালোচনা করে একাধিক সাক্ষাৎকারও দিয়েছিলেন তিনি।
কয়েকদিন আগে স্থানীয় ম্যাগাজিন ফ্রন্টিয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে টাইন অভ্যুত্থানের কারণে মিয়ানমারের সেনাবাহিনীকে ‘অসম্মানের ভেতর দিয়ে যেতে হবে’ বলে মন্তব্য করেছিলেন।
তিনি বলেছিলেন, ‘এ মুহূর্তে অভ্যুত্থান করে তারা যে বিজ্ঞ নয় এবং সংকীর্ণমনা তা দেখাল তারা। ১৯৬২ সালে জেনারেল নে উইনের অভ্যুত্থান দেখেছি আমি। তার ওই অভ্যুত্থানের কারণে মিয়ানমারের অর্থনীতিকে ২৬ বছর ভুগতে হয়েছে।’
মার্কিন বার্তা সংস্থা এপির তথ্য মতে, গত সোমবার সামরিক অভুত্থ্যানের পর এ পর্যন্ত ১৩০ জনের বেশি রাজনৈতিক ও আইনপ্রণেতাকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।
(দ্য রিপোর্ট/আরজেড/০৫ ফেব্রুয়ারি, ২০২১)