রাপা প্লাজা থেকে ১ হাজার ভরি স্বর্ণ ডাকাতি
দ্য রিপোর্ট প্রতিবেদক: ধানমন্ডির রাপা প্লাজায় রাজলক্ষ্মী জুয়েলার্সসহ তিনটি দোকান থেকে ১ হাজার ভরি স্বর্ণ ডাকাতি হয়েছে।
রোববার (৭ ফেব্রুয়ারি) সকালে রমনা জোনের উপপুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জেন্টেলপার্ক, মুনসুন রেইন ও রাজলক্ষ্মী জুয়েলার্সে ডাকাতি হয়।
রাজলক্ষ্মী জুয়েলার্সের মালিক মহাদেব কর্মকর বলেন, ‘রাপা প্লাজার দোতলায় আমার দোকান। গতকাল রাতে কর্মচারীরা দোকান বন্ধ করে চলে যায়। সকালে আমাকে মার্কেট থেকে ফোন দিয়ে জানানো হয়, দোকানে ডাকাতি হয়েছে। তালা ভেঙে ও খুলে স্বর্ণ নিয়েছে। আমার প্রায় ৫০০-৭০০ ভরি স্বর্ণ নিয়ে গেছে।’
মার্কেটের দায়িত্বে থাকা প্রকৌশলী সাইফুর রহমান বলেন, ‘মার্কেটের বাইরে সবসময় নিরাপত্তাকর্মীরা থাকেন। রাতে সবাই বের হওয়ার পর নিরাপত্তাকর্মীরা মার্কেটটি লক করে দেন। গ্রিল কেটে ডাকাতরা মার্কেটের ভেতর ঢুকেছে বলে ধারণা করা হচ্ছে।’
(দ্য রিপোর্ট/আরজেড/০৭ ফেব্রুয়ারি, ২০২১)