দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনাভাইরাসের টিকা নেয়ার পর কোনো ধরনের সমস্যা বোধ করছেন না, বরং আরও শক্তিশালী হয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

রবিবার রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে তিনি করোনাভাইরাস প্রতিরোধী টিকা নেন।

টিকা গ্রহণের পর প্রতিক্রিয়া জানিয়ে মন্ত্রী বলেন, ‘টিকা নেয়ার পর আরও শক্তিশালী হয়ে গেছি। কোনো ধরনের সমস্যা বোধ করছি না।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা এই দিনের অপেক্ষায় ছিলাম, আজ আমাদের আনন্দের দিন। আর টিকা নিয়ে যেন কোনো গুজব না হয়। টিকা নিয়ে আমরা ভালো আছি, কারও কোনো পার্শ্বপ্রতিক্রিয়া লক্ষ করা যায়নি।’

মন্ত্রী বলেন, ‘আমি মনে করি সবাইকেই টিকা নেয়া দরকার। এতে আপনি নিজেও সুস্থ থাকবেন, পরিবারকেও সুস্থ রাখবেন। মাননীয় প্রধানমন্ত্রী দেশের মানুষের জন্য এই টিকা এনেছেন। আশা করি, আপনারা সকলেই টিকা নেয়ার মাধ্যমে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।'

(দ্য রিপোর্ট/আরজেড/০৭ ফেব্রুয়ারি, ২০২১)