তামিল সুপারস্টার সুরিয়া করোনায় আক্রান্ত
দ্য রিপোর্ট ডেস্ক: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের তামিল সিনেমার সুপারস্টার সুরিয়া। ৭ ফেব্রুয়ারি, রোববার রাতে এক টুইট বার্তায় খবরটি তিনি নিজেই জানিয়েছেন।
সুরিয়া জানান, তিনি আপাতত বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। মেনে চলছেন করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি। তার শারীরিক অবস্থা সংকটজনক নয়।
জনপ্রিয় এই তারকা টুইটারে লেখেন, ‘আমার চিকিৎসা চলছে, আগের চাইতে ভালো আছি। সবাইকে বলতে চাই যে, জীবন এখনও আগের মতো স্বাভাবিক হয়নি। তাই বলে ভয়ে জীবন থামিয়ে রাখলেও চলবে না। আমাদের সচেতন ও নিরাপদ থাকতে হবে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।’
এদিকে, সুরিয়ার অসুস্থতার খবর পাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তরা তার আরোগ্য কামনা করছেন। অভিনেতার পোস্টের কমেন্ট বক্স ভরে গেছে তাদের প্রার্থনায়।
উল্লেখ্য, ৪৫ বছর বয়সী সুরিয়া সিনেমায় আত্মপ্রকাশ করেছিলেন ১৯৯৭ সালে। তিনি ‘কাখা’, ‘পিথামগান’, ‘পেরাজাগান’, ‘ঘজনি’, ‘ভারানাম আরিয়াম’, ‘আয়ান’, ‘সিংহাম’ ইত্যাদি তুমুল জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। তাকে সর্বশেষ ‘সুরারাই পোট্রু’-তে দেখা গিয়েছিল।
(দ্য রিপোর্ট/আরজেড/০৮ ফেব্রুয়ারি, ২০২১)