করোনাপূর্ব অবস্থায় তেলের দাম
দ্য রিপোর্ট ডেস্ক: আন্তর্জাতিক বাজারে তেলের দাম করোনাপূর্ব অবস্থায় ফিরেছে। মহামারিতে এটি নেমে গিয়েছিল ইতিহাসের সর্বনিন্ম পর্যায়ে। সর্বশেষ ধীরে ধীরে এটি আগের অবস্থায় ফিরলো।
বিবিসির খবরে বলা হয়, তেলের চাহিদা এখনো স্বাভাবিকের চেয়ে অনেক দূরে। তবে টিকাদান শুরু হয়ে যাওয়ায় সেটি দ্রুতই করোনাপূর্ব অবস্থায় ফিরবে বলে আশা করা হচ্ছে।
সাধারণত অর্থনৈতিক কার্যক্রমের ব্যারোমিটার হিসেবে দেখা হয় তেলের দামকে। করোনার কারণে বছরখানেক ধরে এর অবস্থা ছিল বেশ নাজুক।
তবে একটু একটু করে চাহিদাবৃদ্ধির কারণে গত কয়েক মাসে তেলের দাম ৫০ শতাংশ বেড়েছে। আর চলতি সপ্তাহে এর দাম উঠেছে প্রতি ব্যারেল ৬০ মার্কিন ডলারে, যা সর্বশেষ করোনা আসার আগে দেখা গিয়েছিল।
ভবিষ্যৎ চুক্তিতে শক্ত অবস্থানে ফিরেছে তেলবাজারের প্রধান বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড। গত নভেম্বর থেকে এ পর্যন্ত এর দাম বেড়েছে প্রায় ৫৯ শতাংশ।
(দ্য রিপোর্ট/আরজেড/০৮ ফেব্রুয়ারি, ২০২১)